অজানাকে জানা

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

রঘুনাথ দাস জীবনী

রঘুনাথ দাস( আনুমানিক ১৪৯০-১৫৭৭)সপ্তগ্রামের হরিপুর নামক স্থানে জন্ম গৃহন করেন।তিনি গৃহ পুরোহিত বলরাম আচার্যের নিকট শাস্ত্র অধ্যয়ন করেন।বাল্যকাল থেকে তার মধ্যে বৈরাগ্যের লক্ষন প্রকাশ পায়।তিনি হরিদাস ঠাকুরের ব্যক্তিত্ব ও ভক্তিতে মুগ্ধ হয়ে তার সেবা গৃহন করেন।এবং যবন হরিদাসের কৃষ্ণ ভজন হন।এ সময় চৈতন্যদেবের নাম শুনে তিনি তার চরনে নিজেকে সমর্পন করেন,এবং একদিন গোপনে গৃহত্যাগ করে তার সঙ্গে নীলাচলে মিলিত হন।চৈতন্যদেব তাকে স্বরূপ দামাদরের তত্বাবধানে অর্পন করেন।এজন্য রঘুনাথকে স্বরূপের রঘু বলা হত।রঘুনাথ ১৬ বছর নীলাচলে ছিলেন।শ্রীচৈতন্য ও স্বরূপ দামোদরের তীরোধানের পর তিনি বৃন্দাবনে রূপ,সনাতনের আশ্রয় গৃহন করেন।রথুনাথ নীলাচল ও বৃন্দাবনে নিত্য জীবচর্চায় ও প্রসাদ গৃহন কারীর নিয়ম পালন করতেন।তিনি রাধাকুন্ড ও শ্যামকুন্ড উদ্বার করেন,এবং রাধাকুন্ড সংস্কার করে বাকি জীবন সেখানে অতিবাহিত করেন।শেষ জীবনে তিনি আহার নিদ্রা ত্যাগ করে রাধাকুন্ডেশ্বরের তীরে বসে সবর্দা রাধাকৃষ নাম জপ করে নিংসঙ্গ জীবন যাপন করতেন।তার আচরন ও নিষ্ঠা গোস্বামীদের মধ্যে অতি বিরল।রঘুনাথ দাস রচিত উল্লেখযোগ্য কয়েকটি গৃন্থ হল,স্তবাবলী,দান চরিত বা শ্রীদানকোলচিন্তামনি,শ্রীনামচরিত ইত্যাদি।

রূপ গোস্বামীর জীবনী

রূপ গোস্বামী আনুমানিক(১৪৭০-১৫৫৯) ছিলেন সনাতনের অনুজ।রামকেলিতে তার জন্ম।তার পিত্রদত্ত নাম সন্তোষ।কিন্তু চৈতন্যদেব প্রদত্ত রূপ নামেই তিনি পরিচিত।রূপও সুলতান হুসেন শাহের দরবারে রাজ কর্মচারীর চাকরি করতেন।তিনি ছিলেন সুলতানের প্রধানের সচিব।রূপ গোস্বামী বাল্যকাল থেকেই ছিলেন কৃষ্ণ ভক্ত।চৈতন্যদেব যখন বিন্দাবনে যাচ্ছিলেন তখন রূপ তাকে প্রয়োগ দর্শন করান এবং তার নিকট ভক্তি তত্ব সম্পর্কে শিক্ষা লাভ করেন।মহাপ্রভুর নির্দশে বৃন্দাবনে গিয়ে তিনি লুপ্ত তীর্থ ও লুপ্ত বিগৃহ উদ্বার করেন,এবংকয়েকটি বৈষনব গৃন্থ রচনা করেন।তার উল্লেখযোগ্য গৃন্থ হল হংসদূত,উদ্ধব সন্দেশ,বিদগ্ধমাধব,ললিতমাধব,দানকেলিকৌমুদি,ভক্তিরসামৃতসিন্ধু,উজ্জ্বলমীলমনি,নাটকচন্দ্রকা,বিলাপকুসমন্জালী উপদেশামৃত,গোবিন্দবিরুদাবলী,অষ্টাদশলীলা ইত্যাদি।ষড় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামী কবিত্ব শক্তি ও পান্ডিত্য শক্তি অধিক কেননা তিনি যেসব প্রামান্য গৃন্থ রচনা করেছেন,সেগুলো শুধু সংখ্যা হিসেবেই নয় কাব্য ও রসবিচারে উত্তম বলে বিবেচিত।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

রাজশাহী গোদাগাড়ি উপজেলার খেতুরীধাম

নরত্তোম দাস ঠাকুর,তার লীলা জীবনে তিনি কোনদিন ভোগবিলাসে মত্ত হননি।রাজশাহী জেলার খেতুরী ধাম বৈষনবদের মিলন মেলা।ঠাকুর নরত্তোম দাস সমস্ত বৈষনবদের একত্র করে খেতুরী সম্মেলনের আয়োজন করেন।তার এই মেলা খেতুরী মহাৎসব নামে পরিচিত।তার স্মারনে প্রতি বছর কার্তিক মাসে এই মহামেলা অনুষ্ঠিত হয়।

সনাতন গোস্বামীর জীবনী

সনাতন গোস্বামী ১৪৮০ সালে জন্মগৃহন করেন।শ্রীচেতন্যের অনুসারী বৈষনব কবি ও কাব্য রচয়িতা হিসাবে,যশোরের ৩ জন ব্যক্তিকে বিশেষ ভাবে চিহ্নিত করা হয়।তারা হলেন।১.সনাতন গোস্বামী।২.রূপ গোস্বামী ও। ৩.জীব গোস্বামী।সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ছিলেন সহোদর।জীীব গোস্বামী ছিলেন তাদের ভাইপো।এই পরিবারটি স্বাধীন সুলতানী আমলের এক ছোট সামান্ত সমাজের অংশ বিশেষ।এদের পূর্ব পুরুষেরা বর্তমান পশ্চিম বঙ্গের নৈহাটিতে বসবাস করতেন।এই পরিবারের এক সদস্য পারিবারিক কলহের কারনে নৈহাটি থেকে ফতেয়াবাদে চলে আসেন।ফতেয়াবাদ স্বাধীন সুলতানী আমলে ছিল একটি সরকার।ফতেয়াবাদ এক সময় সন্দীপ থেকে শুরু করে বর্তমানে,ফরিদপুর,বরিশাল,খুলনা ও যশোরের অংশ বিশেষ নিয়ে গঠিত ছিল।স্হানীয় প্রবাদ ও প্রমানাদি থেকে জানা যায়,নৈহাটি থেকে চলে আসা কুমারের পরিবারটি বর্তমান যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমভাগে বসতি স্হাপন করেন।এই প্রেমভাগে সনাতন গোস্বামী ১৪৮০ সালে জন্ম গৃহন করেন।এই পরিবারে কর্তিত ৭টি দিঘি আজও প্রেনভাগে বিদ্যমান।সনাতন গোস্বামীরর পিতার দেওয়া নাম ছিল অমর।শ্রীচৈতন্যদেব অমরের নাম রাখেন সনাতন।স্হানীয় সংস্কৃত টোলে সনাতন গোস্বামী প্রাথমিক লেখাপড়া শেষ করেন।এক সময় তিনি বাংলার সুলতান হুসেন শাহের সরকারের চাকরি গৃহন করেন।তার পদের নাম ছিল শাকের মল্লিক।কথিত আছে সনাতন গোস্বামী এক সময় এক গরীব ব্রামনের বসতবাড়ি দখল করেন।এই লোকটি তার বসতবাড়ি দখলের বিষয়টি তার ছোট ভাই রূপ গোস্বামীকে জানান।রূপ তার সহোদরকে একটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে সাবধান করেন।এর পর সনাতন গোস্বামীী মনের মধ্যে বিপুল পরিবর্তন দেখা দেয়।তিনি বিষয় বৈভব ত্যাগ করে বৃন্দাবনে গমন করেন এবং বৈষনব ধর্ম প্রচারে মনোনিবেশ করেন।এরপর শ্রীচৈতন্যদেবের সানিধ্য লাভ করেন।তিনি ১৫৫৮ সালে দেহ ত্যাগ করেন।

ষড় গোস্বামীর বিস্তার

ষড় গোস্বামী সনাতন ধর্মের এক দল মহান সাধকদের নাম।এই ছয় জন গোস্বামী,সবাই মহাপ্রভুর সানিধ্য লাভ করেছিলেন।যাদের জন্ম না হলে সনাতন ধর্মে কোনদিন, বৈষনবদের উৎপত্তি বিস্তার লাভ করতো না।তারাই সনাতন ধর্মের ছয় গোস্বামী নামে পরিচিত।একে একে এই ছয়জন গোস্বামীর পরিচয় তুলে ধরা হবে।

নরত্তোম দাস ঠাকুরের জীবন আলোচনা

একদিন মহাপ্রভু রাজশাহী জেলার পদ্মার তীরবর্তী গোপালপুর গ্রামে আগমন করেন,সেখানে এসে মহাপ্রভু নরত্তোম-নরত্তোম বলে কেঁদে উঠলেন।এরপর বহুবছর পর পদ্মার নদীর নিকটে গোপালপুর নগরে রাজা কৃষ্ণনন্দের ঔরশে ও নারায়নী দেবীর গর্ভে ১৫৩১খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্ল পনজ্মীতে শ্রী নরত্তোম দাস ঠাকুর জন্ম গৃহন করেন।তার পিতার অগাধ সম্পত্তি ছিল,কিন্তু কোনদিন ভোগবিলাস তার জীবনে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি।বয়স বাড়ার সাথে সাথে তার ভিতরে জন্ম নেয় অগাধ ভক্তি।এই মহান সাধক,এই সুন্দর রাজ ভোগের কথা চিন্তা না করে,বিলসসিতার প্রতি মর্ত্য না হয়ে ভগবানের প্রেমে সবসময় নিজেকে আত্মউৎসর্গ করেন।তার বাবা সবসময় চাইতেন তার একমাত্র সন্তান সারাজীবন তার রাজ্যভার দেখাশুনা করবেন।কিন্তু সেদিকে তার কোন মন ছিল না।সবসময় তিনি ভক্তি এবং মুক্তির কথা ভাবতেন।একবার তার পিতা রাজকার্য পরিচালনার সুবিধে অন্য জায়গায় গমন করেন,সেই সুযোগে নরত্তোম দাস ঠাকুর তার পিতার অনুপস্থিতে গভীর রাতে কৌশলে মায়ের কাছ বিদায় নিয়ে রাজভোগ ত্যাগ করে তিনি দীক্ষালাভের জন্য বৃন্দাবন গমন করেন।সেখানে লোকনাথ গোস্বামীর ভজন কুটিরে শ্রী জীব গোস্বামী ও শ্রীনিবাস আচার্য গোস্বামীর সঙ্গে নরত্তোম দাস ঠাকুরের সাক্ষাত হয়। লোকনাথ গোস্বামী থেকে তিনি রাধাকৃন্ষ মন্ত্রে দীক্ষা লাভের পর তিনি গুরু সেবার কাজে নিজেকে নিয়োজিত করেন,এবং শ্রীজীব গোস্বামীর থেকে গৃন্থশাস্ত্র অধ্যয়ন করে বৈষনব দরর্শনের উপর বিশাল জ্ঞান লাভ করেন।শ্রীজীব গোস্বামী তার জ্ঞানে ও গুনে মুগ্ধ হয়ে তাকে ঠাকুর মহাশয় উপাধিতে ভূষিত করেন। একবার ঠাকুর নরত্তোম দাস শ্রীনিবাস আশ্চর্যের সঙ্গে হিন্দুধর্ম প্রচারের উদ্দেশ্যে গৌড়দেশে গমন করেন,পথিমধ্যে ধর্মীয় গৃন্থগুলো চুরি হয়ে যায়।শ্রীনিবাসের আদেশ অনুসারে তিনি সন্যাস বেশে গোদাগারি খেতুরি ধামে নিজ গ্রামে ফিরে আসেন।সেখানে ফিরে আসার পর নানা অকল্পনীয় কাজের সমাধানের জন্ তার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভক্তি বৃদ্ধি পেতে থাকে,ঠাকুর নরত্তোম তার নিজ এলাকায় মন্দির স্হাপন করেন।সেখানে তিনি গভীর রাত পর্যন্ত গভীর ধ্যানে মগ্ন থাকতেন।দূর-দূরান্ত থেকে ভক্তরা তার কাছে আসতেন শিষ্যত্ব গৃহন করার জন্য,তিনি জাতে কায়স্থের ছেলে ছিলেন লোকে তাকে অবন্জ্ঞা করতেন।কিন্তু পরবর্তীতে তার আধ্যাত্মিক গুনের কারনে হাজার হাজার লোক তার শিষ্যত্ব গৃহন করেন। তার দুই প্রিয় শিষ্য গঙ্গানারায়ন গোস্বামী ও রামকৃষ্ণ গোস্বামী,তাকে মার্জনা করার জন্য নদীর ঘাটে নামেন,সেখানে ঠাকুর নরত্তোমকে সারা শরীর দুধ লেপন করেন।দুধ লেপন করতে করতে তিনি নদীর জলে বিলীন হয়ে যান।১৬১১ খ্রিস্টাব্দে কার্তিক মাসের কৃষ্ণ পন্ঝমী তিথিতে এই সত্যের মহান সাধক ইহলীলা সংবরন করেন।


রবিবার, ২১ আগস্ট, ২০১৬

নরত্তোম দাস ঠাকুরের জীবনী

নরত্তোম দাস ঠাকুর,যিনি ঠাকুর মহাশয় নামে পরিচিত।নরত্তোম দাস ঠাকুর ১৫৩১ খ্রিষ্টাব্দে জন্ম গৃহন করেন।তার পিতার নাম সুরানন্দ, মাতার নাম নারায়নী দেবী।নরত্তোম দাস ঠাকুর গৌধূলী লগ্নে জন্ম গৃহন করেন তার জন্মের পর জোতিষ মহাশয় তার ভাগ্য গননা করে হতভম্ব হয়ে পড়েন।