ষড় গোস্বামী সনাতন ধর্মের এক দল মহান সাধকদের নাম।এই ছয় জন গোস্বামী,সবাই মহাপ্রভুর সানিধ্য লাভ করেছিলেন।যাদের জন্ম না হলে সনাতন ধর্মে কোনদিন, বৈষনবদের উৎপত্তি বিস্তার লাভ করতো না।তারাই সনাতন ধর্মের ছয় গোস্বামী নামে পরিচিত।একে একে এই ছয়জন গোস্বামীর পরিচয় তুলে ধরা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন