অজানাকে জানা

রবিবার, ২১ আগস্ট, ২০১৬

নরত্তোম দাস ঠাকুরের জীবনী

নরত্তোম দাস ঠাকুর,যিনি ঠাকুর মহাশয় নামে পরিচিত।নরত্তোম দাস ঠাকুর ১৫৩১ খ্রিষ্টাব্দে জন্ম গৃহন করেন।তার পিতার নাম সুরানন্দ, মাতার নাম নারায়নী দেবী।নরত্তোম দাস ঠাকুর গৌধূলী লগ্নে জন্ম গৃহন করেন তার জন্মের পর জোতিষ মহাশয় তার ভাগ্য গননা করে হতভম্ব হয়ে পড়েন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন