অজানাকে জানা

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

অক্রূর

কৃষ্ণের পিতৃব্য। যদুবংশে শফন্ধের ঔরসে কাশীরাজ-কন্যা গাড়ি
নীর গর্ভে এর জন্ম হয়। ইনি কৃষ্ণের
পিতৃব্য। উগ্রসেনের এক কন্যাকে
ইনি বিবাহ করেন এবং এর দুই পুত্র
হয়। অক্রুর এক সময়ে কংসের গৃহে
ছিলেন। কৃষ্ণ ও বলরামকে হত্যা
করার জন্য কংস ধনুষজ্ঞের অনুষ্ঠান
করেন। কংস এই যজ্ঞে কৃষ্ণ ও
বলরামকে আনবার জন্য বৃন্দাবনে
অকুরকে পাঠান; কিন্তু ইনি কৃষ্ণের
কাছে গিয়ে কংসের অত্যাচারের
কাহিনী বর্ণনা করে তার প্রকৃত
উদ্দেশ্যের ইঙ্গিত দিলেন এবং কংসের
অত্যাচার থেকে যাদবদের রক্ষা করার
জন্য কৃষ্ণকে অনুরােধ করলেন। পরে
কৃষ্ণের হাতে কংসের বিনাশ হয়।
কৃষ্ণের স্ত্রী সত্যভামার পিতা সত্রা-

অংশুমান কে ছিলেন?

পৌত্র ও অসমথের পুত্র। সগর রাজার
অশ্বমেধ যজ্ঞের অশ্ব ইন্দ্র অপহরণ করে
ধ্যানমগ্ন মহর্ষি কপিলের আশ্রমে রেখে
যান। সগর রাজার ৬০ হাজার পুত্র
অপহৃত যজ্ঞাশ্বের অন্বেষণে কপিলের
আশ্রমে এসে কপিলকে অশ্বচোর মনে।
করে নানারূপ লাঞ্ছনা করলে কপিলের
যােনলে ভস্মীভূত হয়। পুত্ররা প্রত্যা-
বর্তন করছে না দেখে সগর নিজের
পৌত্র অংশুমানকে তাদের খোঁজে
পাঠান। ইনি পাতালে গিয়ে স্তব-
স্তুতিতে মুনিকে সন্তুষ্ট করে অশ্ব ফিরিয়ে
এনে যজ্ঞ সমাপ্ত করেন এবং মুনির
কাছ হতে জানতে পারেন যে, গঙ্গাকে
স্বর্গ হতে আনয়ন করে গঙ্গার জলে
সগরপুত্রগণের ভস্ম স্পর্শ করাতে পারলে তারা উদ্ধারলাভ করবে।
সগরের মৃত্যুর পর অংশুমান রাজা
হন। গঙ্গাকে আনবার জন্য ইনি
তপস্যায় রত হন। কিন্তু ইতিমধ্যেই
তার মৃত্যু হয়। অংশুমানের পুত্র
দিলীপ এবং দিলীপের পুত্র ভগীরথ।