পৌত্র ও অসমথের পুত্র। সগর রাজার
অশ্বমেধ যজ্ঞের অশ্ব ইন্দ্র অপহরণ করে
ধ্যানমগ্ন মহর্ষি কপিলের আশ্রমে রেখে
যান। সগর রাজার ৬০ হাজার পুত্র
অপহৃত যজ্ঞাশ্বের অন্বেষণে কপিলের
আশ্রমে এসে কপিলকে অশ্বচোর মনে।
করে নানারূপ লাঞ্ছনা করলে কপিলের
যােনলে ভস্মীভূত হয়। পুত্ররা প্রত্যা-
বর্তন করছে না দেখে সগর নিজের
পৌত্র অংশুমানকে তাদের খোঁজে
পাঠান। ইনি পাতালে গিয়ে স্তব-
স্তুতিতে মুনিকে সন্তুষ্ট করে অশ্ব ফিরিয়ে
এনে যজ্ঞ সমাপ্ত করেন এবং মুনির
কাছ হতে জানতে পারেন যে, গঙ্গাকে
স্বর্গ হতে আনয়ন করে গঙ্গার জলে
সগরপুত্রগণের ভস্ম স্পর্শ করাতে পারলে তারা উদ্ধারলাভ করবে।
সগরের মৃত্যুর পর অংশুমান রাজা
হন। গঙ্গাকে আনবার জন্য ইনি
তপস্যায় রত হন। কিন্তু ইতিমধ্যেই
তার মৃত্যু হয়। অংশুমানের পুত্র
দিলীপ এবং দিলীপের পুত্র ভগীরথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন