কৃষ্ণের পিতৃব্য। যদুবংশে শফন্ধের ঔরসে কাশীরাজ-কন্যা গাড়ি
নীর গর্ভে এর জন্ম হয়। ইনি কৃষ্ণের
পিতৃব্য। উগ্রসেনের এক কন্যাকে
ইনি বিবাহ করেন এবং এর দুই পুত্র
হয়। অক্রুর এক সময়ে কংসের গৃহে
ছিলেন। কৃষ্ণ ও বলরামকে হত্যা
করার জন্য কংস ধনুষজ্ঞের অনুষ্ঠান
করেন। কংস এই যজ্ঞে কৃষ্ণ ও
বলরামকে আনবার জন্য বৃন্দাবনে
অকুরকে পাঠান; কিন্তু ইনি কৃষ্ণের
কাছে গিয়ে কংসের অত্যাচারের
কাহিনী বর্ণনা করে তার প্রকৃত
উদ্দেশ্যের ইঙ্গিত দিলেন এবং কংসের
অত্যাচার থেকে যাদবদের রক্ষা করার
জন্য কৃষ্ণকে অনুরােধ করলেন। পরে
কৃষ্ণের হাতে কংসের বিনাশ হয়।
কৃষ্ণের স্ত্রী সত্যভামার পিতা সত্রা-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন