অজানাকে জানা

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ভগবান আছেন কিভাবে বুঝব?

ভগবান হচ্ছেন সৃষ্টি কর্তা সকলের মঙ্গল সাধন করা তার কাজ। জগতের সকল পাপী তাপী তার অধীন, তিনি কারো অধীন নন। সকল প্রানী, গাছ, পালা কীট পতঙ্গ তাকে আশ্রয় করে বেচে আছে।  ভগবানের অসীম গুন ও তার ক্ষমতা রয়েছে  নিম্নে
 তাহা আলোচনা করা হল ঃ - 

            চিত্র ঃ ভগবান শ্রীকৃষ্ণ
ভগবান শব্দটি ঈশ্বর শব্দের সমার্থক শব্দ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু সনাতন শাস্ত্র মতে বলা আছে,  কোন বিশেষ গুন বা শক্তি থাকলে যে কেউ নিজেকে ঈশ্বর মনে করতে পারেন কিন্তু, ভগবান মনে করতে পারেন না।
 সকল কিছুর মধ্যে ভগবানের অস্তিত্ব আমরা খুুঁজে পাই। ভগবান আছেন এই সত্য আমাদের সকলকে উপলব্ধি করতে হবে, যেমন বাতাস না দেখা গেলেও, ইহা যে সর্বস্হানে প্রবাহিত হচ্ছে তাহা আমরা সকলে জানি ঠিক তেমনি-  কোন এক সময় একজন লোক এক রাজার কাছে একটি নালিশ করল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন