অজানাকে জানা

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই

শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইদাস বংশীয় বনমালীর ওরশে ও জাহ্নবীর গর্ভে ১৫৭৬ সালে জন্ম গৃহন করেন।তিনি অগাধ জ্ঞান ও আধ্যাতিক শক্তির অধিকারী ছিলেন।তিনি হিন্দু ধর্মীয় সমাজের জ্ঞান ভান্ডার প্লাবিত করেছিলেন।তিনি জগন্মোহন গোসাই শিষ্য শান্ত গোসাইর দ্বারা দীক্ষালাভ করেন।ভারতের নানাস্থান ঘুরে অবশেষে তিনি বিথঙ্গলে আখড়া স্হাপন করেন।শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই স্থানে স্থানে হিন্দু সমাজের লোকদের একত্রিত করে,তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান প্রদান করে তিনু স্মারনীয় হয়ে আছেন।তার মৃত্যুর অনেক পর তার স্মারনে বানিচং সদর থেকে ১৮ কি.মি পশ্চিমে বিথঙ্গল গ্রামে উপসনার জন্য একটি আখড়া প্রতিষ্ঠা করা হয়।ত্রিপুরার মহারাজা প্রতি বছর এই আখড়ায় আসতেন।এখনো হিন্দু,মুসলিম দর্শনার্থীরা প্রতিদিন আখড়ায় এসে রোগমুক্তির জন্য আখড়ার মোহন্তের থেকে পানি পড়া নিয়ে যান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন