অজানাকে জানা

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

জগন্মোহনী বাউলদের বিশ্বাস

বাউলদের আদি জগন্মোহনী সম্প্রদায়ের মূলমন্ত্র গুরু সত্য।এরা পরলোকগত গুরুর পাদুকা বা জুতাকে স্বযত্নে সংরখন করে ভক্তি,শ্রদ্বা করে বিয়ে শাদীও হয় তাদের নিজস্ব তরিকায় এরা কোন জাতপাতের ধার ধারেনা,এদের মধ্যে ছোয়াছুইর কোন বালাই নেই এই শ্রেনীর বাউলেরা তিন ভাগে বিভক্ত,গৃহূ,সংযোগী,উদাসী তারা মনে করেন এই জীবনে শ্রষ্টার ভালোবাসা পাওয়া সহজ,কিন্তু তার জন্য প্রচুর সাধনা করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন